শীত

শীত

দেবদারু কেন সাজল এমন সাজে
বাতাস মাতল পাতা ঝরানোর কাজে
বনে বনে শুনি কত কান্নার স্বর
মনের ভুল কি, হয়তো বা মর্মর!
এসো বসন্ত, তোমায় যে আমি ডাকি!
‘শীত এসে গেছে’, বলল একটি পাখি।

কী ভয়ে সূর্য ড়ুবে যায় এত আগে
মেঘ নেই শুধু একলা আকাশ জাগে।
রজনীর ঘন অন্ধকারের সাথে
মিশে যেতে হয়, জেগে উঠি ফের প্রাতে।
এসো বসন্ত, তোমায় যে আমি ডাকি
এখন যে শীত, বলল একটি পাখি।

কবে যে আবার ফুটবে নানান ফুল
কানন পরবে রাঙা ঝুমকোর দুল
কবে দেবদারু সাজবে সবুজ সাজে
কোকিল ডাকবে কাজ ভোলানোর কাজে
বসন্ত আয়, কখনও আসবে নাকি!
শীত চলে যাবে বলল একটি পাখি!