শীত-গরমের ছড়া
দুধের মধ্যে নতুন গুড়, মুড়ি এবং কলা খে
য়েং মজা, খুলেং গেল গান গাইবার গলা।
এবার শীতে জ্যোৎস্না রাতে ইচ্ছে হল নাচি
ডিডিং ড্যাডাং, টম টমটম, তিনটে মোটে হাঁচি!
নাচলে শরীর গরম থাকে, চাই না গরম জামা
ঘরেং নাচো, ছাদেং নাচো, মেঝেতে দাও হামা!
নাচের সঙ্গে গান চাই যে, নইলে কী ভাই জমে?
সারেং গামা, আহাং উহাং, গাইবে পুরো দমে।
এই রে আবার খিদে পেল যে, ধরে যাচ্ছে গলা
দুধং নতুন গুড়ং আনন, মুড়িং এবং কলা।
এমন ছড়া গরম কালেং কেমন লেখাং হবে?
নতুন গুড়টা বাদ পড়বে, মনেং রাখতে হবে।