শিল্প

শিল্প

উত্তুরে আলো আড়াল করে কে দাঁড়াল
ছবি ভেসে যায় বর্ণে
ওরে ও ভিখারি, না পারিস যদি মূর্ত
দ্বিতীয় দেখার বর নে!

সৃষ্টির রেখা আকাশে কিংবা অতলে
ধরা-ছোঁওয়া এত শক্ত
আয়ুর সীমানা মহাকালে দেবে পাল্লা
বলিহারি তোর শখ তো!

শিল্প কখনও দেখায় এমন ছলনা
সুধার বদলে অন্ন
ওরে ও ভিখারি, আয়নায় মুখ দেখে নে
স্বরচিত নাকি অন্য!