ছোটাছুটি, হুটোপুটি, ঘষটানি ঘড় ঘড়, গোঁ গোঁ,
শিল্প-হরিণের গলা ফাঁক। কবি আর চিত্রকর
নিশ্চুপ থাকবে তবু? শকুনের ঝাঁক চোখ ছিঁড়ে
নেয়, পাঁজরের মাংস বেবাক গায়েব। ভয়ঙ্কর
খুবলানি লাগাতার; মোচড়ানো ছায়া প’ড়ে থাকে।
ক’জন হুতুশে লোক ঢাকঢোল ফেলে রেখে ধোঁয়া চেখে
শ্মশান-সুহৃদ, বিস্মৃতির খেয়া সুদূর কোথায়
নিয়ে যায় শিল্পহীনতায় বোধের ওপারে। ভাবি,
খুনীদের জব্দ ক’রে কোন্ ইন্দ্রজাল মৃগছাল
আর কিছু হাড়ে পুণ্যজল ছিটিয়ে ফিরিয়ে দেবে
নান্দদিক স্পন্দন মূলতঃ নইলে দরবেশ হ’য়ে
বিয়াবান বনে ঘোরা সমীচীন। নদী-বিছানায়
বিপুল সূর্যাস্ত নিদ্রাতুর, স্বপ্নে তার মাঝে মাঝে
শিঙ থেকে জলকণা ঝেড়ে ফেলে শিল্পের হরিণ।
১৩।১।৯১