শরীরের ছায়া
ও চুলে তোমার বেণীবন্ধন কিছুতেই মানাবে না
চুল খুলে দাও হাওয়ায় অন্ধকারে
ও নীল বসনে ঝরুক লজ, রেখাগুলি ঐ কাঁপে
দাঁড়াও এখানে পিপাসার পারে
হওয়ায় অন্ধকারে!
ভুলতে চাই না নদী নীলিমার অশুভ কৌতূহলে
হাত বাঁধবো না গত জন্মের পাপে
ও দুটি চোখের তারার দুতিতে পৃথিবীও বড় দীন
ও নীল বসনে ঝরুক লজ্জা, রেখাগুলি ঐ কাঁপে
মুখ ঢাকবো না গত জন্মের পাপে।
দাঁড়াও এখানে পিপাসার পারে
হাওয়ার অন্ধকারে
শরীরের ছায়া শরীরের লোভ করে।
যদি ভুল হয়, ছায়ার সঙ্গে যদি দূরে চলে যাই?
তুমি তাই এসো রক্ত মাংসে, যে রকম আসে ফুল
গন্ধে গন্ধে মন্দির রাত্রি-এ রকম ছিল সাধ
শরীরের ছায়া শরীরের লোভ করে।