আরো কিছু ছড়াগ্রন্থ

লোকটা

লোকটা লিখে মজার ছড়া
মাথায় গুঁজে রাখত।
চাইলে পরে ছড়াগুলোর
নাম ধ’রে সে ডাকত
পাখির মতো নানান ছড়া
বাবরি ছেড়ে আসত।
লোকটা গোঁফে মোচড় দিয়ে
একটু কেশে হাসত।
বলত শুধু “আমার ছড়া
সত্যি নিতে চাস তো?
আমার ছড়া টিয়ের মতো
ঠোকর মারে জোরসে;
দোষ দিবিনে দুই চোখে তুই
দেখিস যদি সর্ষে”।