সোনার জাদুর হাতে আছে
লাঠির মতো লাঠি
সেই লাঠিটা অনেক বছর
তেল খেয়েছে খাঁটি।
তার ঘুমানোর জন্যে লাগে
মস্ত শীতল পাটি।
সেই লাঠিটা কখনো হয়
সোনা-রূপার কাঠি।
সোনার জাদুর লাঠির বলে
বুক ফুলিয়ে হাঁটি।
ঘুরলে লাঠি যায় গুঁড়িয়ে
দৈত্যদানোর ঘাঁটি।
লাঠি খসায় বারো ভূতের
পুতের দাঁতের পাটি।
সেই লাঠিটা ফসল বাঁচায়
বাঁচায় দেশের মাটি।