রাষ্ট্র
ইঁদুর বেশিক্ষণ ঘুমোতে পারে না। কারণ এর দাঁত এতো দ্রুত বাড়ে যে- বেশি ঘুমোলে সে প্রাণ হারাতে পারে নিজের দাঁতের হাতে। এ জন্য দাঁত সামলাতে ইঁদুর সারাদিন এটা-ওটা কাটাকুটি করে। রাষ্ট্রও তাই করে। একে কামড়ে, ওকে কামড়ে রাষ্ট্র তার দাঁতের বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখে।