রাজকুমারী
ভোরে উঠে মুখ দেখি রাজকুমারীর
ঠোঁটে প্রজাপতি রং
এত অনভিজ্ঞ চোখ শুধু ভোরবেলা দেখা যায়
বারান্দায় দাঁড়ালো সে
শৌখিন মাঝিকে হাতছানি দিতে
সংবাদপুত্রেরও আগে কলকাতার অস্পষ্ট প্রত্যুষ
তার চুলে শোভা দেয়
এবং সূর্যেরও সাধ হয় ছয়ে দিতে!
আমি তো দর্শক নিম্পলক
রাজকুমারীর আলো মেখে নিই। চোখে মুখে
সারা গায়ে
শুধু মনে হয়, কোন দেশ? কোন দেশ?