যৎসামান্য

যৎসামান্য

ওগো পরজন্ম, ওগো প্রিয় দিবাস্বপ্ন, পরম মধুর
তুমি সর্বশ্রেষ্ঠ মিথ্যে, তাই তুমি এমন সুন্দর?
*
উপমাবাহুল্যে তুমি নষ্ট হলে, কবিদেরও করোনি সংযত
ওগো চাঁদ, আজ তুমি এত চেনা, প্রান্তরের একা
পোড়ড়া বাড়িটার মতো!
*
এর ঈশ্বর মাটি পাথরের পুতুল এবং ওর ঈশ্বর নিরাকার
ক্ষুধা নেই, নেই তৃষ্ণা তবুও কোন্ জিভ দিয়ে
রক্ত চাটছে মানুষের?
*
গোলাপ, চম্পক, যূথী..মানুষ করেছে কত ফুলের বন্দনা
ফুলেরা জানে না কিছু একতরফা ভালোবাসা তবুও মন্দ না!
*
জামরুল গাছের নীচে যে দাঁড়িয়ে, বৃষ্টিভেজা ক্ষীণ চাঁদ নাভি
শাড়িতে অজস্র যুই, সে-ই তো রচনা করে কবিতাটি,
আমি কেউ নয়!
*
ওদের যাদের খিদের অসুখ, ওরা তবুও হাসে এবং গান
গায় হৃষ্টপুষ্ট কুম্ভীরেরা দুপুরবেলা শুধুই কাঁদে, পরের দুঃখে
ভেজায় এত কাগজ!
*
লুকিয়ে রেখো না কোনো গোপন সিন্দুকে কিংবা লিখো না
দলিলে
না দিলে থাকে না কিছু ভালোবাসা ড়ুবে যায় স্বখাত সলিলে!