যাচ্ছো, যাও। পথ রোধ করে
দাঁড়াবার
নেই অধিকার
আমার। তোমার
চ’লে-যাওয়া
জানে দূর মফস্বলগামী বাস,
প্রত্যুষের হাওয়া,
লেজঝোলা পাখি, সবচেয়ে
বেশি জানে
এ কবির বিদীর্ণ হৃদয়। কোনো
মানে
এখন পাই না খুঁজে কোনো
কিছুতেই।
শুধু নেই নেই
ধ্বনি ওঠে সবখানে; রক্তমাংস
করে আর্তনাদ,
শ্যাওলার মতন বিষাদ
আমাকে দখল করে, প্রতি
রোমকূপে দীর্ঘশ্বাস,
আমার না-লেখা কবিতার
চোখে ঘাস।
চ’লে গ্যাছো। আমাকে
বিদ্রুপ করে দেয়াল,
জোনাকি,
আমি তো বিচ্ছেদ নাম্নী ভীষণ
নিষ্ঠুর রমণীকে নিয়ে থাকি।