যদি পাই ছ-হাজার সেন্টিগ্রেড তাপ,
তার সঙ্গে দিতে পারি ছ-শ টন চাপ,
কয়লার গাদা হবে হীরকের কাঁড়ি
রান্নাঘরে কিন্তু আর চড়িবে না হাঁড়ি।
এই পরিণাম শব্দ করিয়া বিচার
ছাড়িয়াছি মতলব হীরা করিবার ।।
–/৬/৪২
যদি পাই ছ-হাজার সেন্টিগ্রেড তাপ,
তার সঙ্গে দিতে পারি ছ-শ টন চাপ,
কয়লার গাদা হবে হীরকের কাঁড়ি
রান্নাঘরে কিন্তু আর চড়িবে না হাঁড়ি।
এই পরিণাম শব্দ করিয়া বিচার
ছাড়িয়াছি মতলব হীরা করিবার ।।
–/৬/৪২