আলবদরের ঝাড় বেড়েছে,
ওদের বড় বাড় বেড়েছে।
আলবদরের দলটি ঘুমায়;
দিকে দিকে পাড়া জুড়ায়।
ওরা যদি না জাগে আর
ঘর হবে না ছারখার।
ওরা যদি শানায় ছুরি,
পায়রার প্রাণ হবে চুরি।
হাতের পায়ের শিরা কেটে
রক্ত ওরা নেবে চেটে।
ওরা যদি হল্লা করে,
শান্তি যাবে দেশান্তরে।