আরো কিছু ছড়াগ্রন্থ

যখন-তখন

ভাইয়া বড় দুষ্টু ওরে, ভাইয়া ভারি বিশ্রী।
কথায় যেন উচ্ছে মাখা, একটুও নেই মিছরি।
যখন-তখন প্রশ্ন করে, জিগেস করে নামতা,
ভড়কে গিয়ে সব ভুলে যাই, নামতা যে হয় আমতা।
“টরটইজের বাংলা কী রে?”-ব’লেই ধরে কানটা,
বলার আগেই হ্যাঁচকা টানে বেরিয়ে আসে জানটা।