ময়লা গলির পয়লা বাড়ির
আজব বটে ছাদ।
সেখানে এক বুড়ো থাকেন
বাঁকা যে তার কাঁধ।
ডাকলে কুঁকড়ো বুড়োর ঠোঁটে
ভাঙে হাসির বাঁধ,
ডিগবাজি খান উঠলে হঠাৎ
গলির মাথায় চাঁদ।
ময়লা গলির পয়লা বাড়ির
আজব বটে ছাদ।
সেখানে এক বুড়ো থাকেন
বাঁকা যে তার কাঁধ।
ডাকলে কুঁকড়ো বুড়োর ঠোঁটে
ভাঙে হাসির বাঁধ,
ডিগবাজি খান উঠলে হঠাৎ
গলির মাথায় চাঁদ।