আরো কিছু ছড়াগ্রন্থ

ময়না, শালিক

ময়না-শালিক বন্ধু দু’জন,
সকল সময় থাকে অনেক কাছে।
ময়না যখন সুরে মাতে,
শালিক তখন মনের সুখে নাচে।

ময়না-শালিক বন্ধু দু’জন,
রৌদ্র-ছায়ায় ঝগড়া তাদের নেই।
বিপদ এলে লুকায় তারা
একই সাথে এক আস্তানাতেই।

ওদের খুশি দেখে হঠাৎ
হিংসুটে এক কাদা রঙের পাখি
ওদের মাঝে উড়ে এসে
কড়া স্বরে জুড়ল ডাকাকাডি।

কী যে হ’ল, ময়না-শালিক
ঝগড়া করে ভীষণ দিল আড়ি-
কেউ কারুর মুখ দ্যাখে না,
আগের মতো যায় না কারো বাড়ি।