আরো কিছু ছড়াগ্রন্থ

মোল্লাগুলো

মোল্লাগুলো যখন-তখন
ফতোয়া জারি করে-
পাড়াগাঁয়ের দুলালিরা
দোর্‌রা খেয়ে পরে।
পাথর ছুড়ে, ঝাঁটা মেরে
ওদের করে জখম,
এভাবে সব দুখি মেয়ে
নিমেষে হয় খতম।

দুখিনী সব মেয়েগুলো
বড় অসহায়।
কী ক’রে এই দুলালিদের
রক্ষা করা যায়?

মোল্লাগুলোর জুলুমবাজি
খতম করার তরে
দেশের মানুষ সবাই মিলে
যেতে হবে ল’ড়ে।