দিনের বেলা মেঘে মেঘে
দেখি আমি কী?
দেখি কত মুখের মেলা,
দূরের পাখিটি।
মেঘে থাকে রোদের ছেলে,
বিষ্টি মেঘের ঝি।
মেঘ তো রাতে হাজার তারার,
চাঁদের পড়োশি।
মেঘের কোলে রামধনুকের
সাঁকো পেয়েছি।
সেই সাঁকোতে বসে সাধের
নাড়ু খেয়েছি।
মেঘের দিকে চেয়ে থেকে
অনেক শিখেছি,
মেঘের দেয়া বিষ্টি নিয়ে
ছড়া লিখেছি।
মেঘে মেঘে যেমন খুশি
ছবি এঁকেছি,
সত্যি আমি মেঘের বুকে
পরী দেখেছি।