মিনির গল্প
ছোট্ট মিনি ভূতের গল্পে মাথা দুলিয়ে
হাসতে থাকে খুব
একটুও ভয় পায় না
মায়ের কাছে যায় না
কাতুকুতু দিলেই নাকি ভূতেরা সব
জলের মধ্যে ড়ুব!
রাজপুত্রের গল্প শুরু হতে না হতেই
মিনি বলবে, না, না!
পক্ষীরাজ চায় না
বাঘ-সিংহ-হায়না
সোনার কাঠি, রুপোর কাঠি, দৈত্য দানো
এসব কিছুই মানা।
কী মুশকিল, মিনির জন্য চক্ষু বুজে
কীসের গল্প খুঁজি?
রূপকথা শুনবে না
যুদ্ধও চলবে না
বলবে ওসব গল্প তুমি বানিয়ে বলছ,
আমি বুঝি না বুঝি?
কখনো মিনি নিজেই একটা গল্প বলা
হঠাৎ শুরু করে
এক যে ছিল ময়না
ডানায় হিরের গয়না
খিদে পেলেই বাংলা বলে, অন্য সময়
ইংরিজি ঝরঝরে।