যাসনে খোকন যাসনে,
মামার বাড়ি যাসনে।
চাসনে রে তুই চাসনে
খৈ-চিড়ে দৈ চাসনে।
মামার বাড়ি নেইকো মজা,
নেইকো পিঠে, নেইকো গজা।
এই তো নেচে ভোঁদড় বলে,
‘মামার বাড়ি জলের তলে’।
কাক করে কা কা,
মামার বাড়ি খাঁ খাঁ।
কেউ বসে না পুকুর ঘাটে,
ক’মাস থেকে গাঁয়ের হাটে
জন মানুষের বাস নেই।
যাসনে খোকন যাসনে,
মামার বাড়ি যাসনে।
চাসনে খোকন চাসনে,
খৈ-চিড়ে দৈ চাসনে।
দৈ পাবে কই? দুধ নেই।
খৈ পাবে কই? ধান নেই।
কাক করে কা কা,
মামার বারি খাঁ খাঁ।
কেউ বসে না বাসন পেতে,
ক’মাস থেকে মামার ক্ষেতে
বিন্নী ধানের চাষ নেই।
যাসনে খোকন যাসনে
মামার বাড়ি যাসনে।