কুচকুকে এক কালো পাখি,
পানকৌড়ি তাকেই ডাকি’।
চুপ, চুপ, চুপ
পানিতে এই শব্দ কিসের
ঝুপ, ঝুপ, ঝুপ?
গাঁয়ের বিলে দাঁড় বাইছে কেউ কি?
মাটিভাঙা ঢেউ কি?
চুপ, চুপ, চুপ,
পানকৌড়ি এই দিয়েছে ডুব।
বিলের তলে ঠাণ্ডা জলে
কেন এই কসরত?
জল কি আর শরবত?
তবে বলো কী করতে?
মাছ ধরতে।
চুপ, চুপ, চুপ,
মাছ-শিকারি পানকৌড়ি এই দিয়েছে
ডুব।
জেনে রাখো পানকৌড়ি
মাছের ভক্ত খুব।
দেখতে দেখতে দিন ফুরাল,
সুয্যি ডোবে ডোবে।
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর
বিয়ে খাবার লোভে।
দুলা-টিয়ে আসবে কখন?
পালকি গেল কই?
কোথায় গেল মণ্ডা মিঠাই,
গামছা-পাতা দই?
টিয়ে-কনে কখন থেকে
ব’সে আছে সেজে,
ফিঙেগুলো রং মেখেছে
শেয়ালভায়ার লেজে।
টিয়ে-কনে ক্লান্ত হয়ে
ঘুমে পড়ে ঢ’লে;
বর আসে না দেখে শেষে
নয়না যায় চ’লে।