দূর আকাশের শুকতারাটা
আমার মিতা,
আমার খেলার সাথীরা সব
জানোকি তা?
মামণিটা যখন তখন
বলে, ‘পড়ো’।
আচ্ছা দাদু এই কথাটা
কেমনতরো?
যখন আমি তোমার কাছে
গিয়ে দাঁড়াই,
তুমি কি ছাই বলো দাদু
‘তোকে পড়াই’!
তুমি আমার মনের মতো
মিষ্টি দাদু,
দেখতে তুমি শাদা চুলের
ভালো সাধু।
দেখলে আমায় হাতের মোটা
বইটা রেখে
দীপিতাকে গল্প ছায়ায়
দাও যে ঢেকে।
এই পাড়ার কত্তজনের
গাড়ি আছে।
নেইকো কেন মোটর গাড়ি
তোমার কাছে?
‘শোন্ দীপিতা, দাদু যে তোর
নয়তো ধনী,
আমার আছে দীপিতা এক
লক্ষ্মীমণি’।
‘হ্যাঁ, দীপিতা আমার হাতে
আছে মায়া,
তার যাদুতে তোকে নিয়ে
হই তো ছায়া’।
‘আমরা তখন দূর আকাএ
বেড়াই উড়ে
তারার মেলায়, মায়াবী এক
চন্দ্রপুরে’।