আরো কিছু ছড়াগ্রন্থ

মজার মানুষ

এক যে ছিল মজার মানুষ,
নাম ছিল তার পিটার।
ছিল নাকো ঠিক ঠিকানা
চাল চুলো আর ভিটার।

জ্যোৎস্না-রাতে বনবাদাড়ে
বাজাতো সে গিটার।
বলতো হেসে-‘চাঁদের গড়ন
বড় দিনের পিঠার’।
শীতের রাতে ছু মন্তরে
বানাতো সে হিটার।