ভোরবেলার মুখচ্ছবি
ভোরবেলার মুখচ্ছবি কোথায় লুকিয়ে রাখো
সারাদিন?
দিনগুলি রেফ্ ও র-ফলা দিয়ে লেখা
স্নেহ গলে যায় রোদে, রোমকূপে বেড়ে ওঠে ঝাঁঝ
হাসি হাসি মুখগুলি এ ওর দুকানে ঢালে বিষ
পাখি নেই, খাঁচাগুলি নড়ে চড়ে অযথা দৌড়োয়
জুতোর তলার ধুলো ধুলো নয় প্রচ্ছন্ন বারুদ
তোমায় দেখি না কেন, দেখেও চিনি না…
ভোরবেলার মুখচ্ছবি কোথায় লুকিয়ে রাখো
সারাদিন?