ছোট্রে সবাই ছোট,
হেসে-খেলে
শান্ত থেকে
দলে দলে
ছোট্রে সবাই ছোট।
দিতে হবে ভোট।
ভোট পাওয়ার জন্যে
কারা বাঁধে জোট?
কারা পাকায় ঘোঁট?
ভোট কেনার জন্যে
কারা হল হন্যে?
এদিক ওদিক
রাতবিরেতে
কারা ছড়ায় নোট?
লোভের ফাঁদে
কেউ দিয়ো না পা।
খোলা মনে
নাচো তা ধিন তা।
ছোট্রে সবাই ছোট
ঠিক লোককে
দিতে হবে ভোট।
চাই না কোনো কাড়াকাড়ি,
মারামারি,
কাতারবন্দি ভায়েরা কেউ
বোনেরা কেউ
পায় না যেন চোটা।
শান্তভাবে ভদ্রভাবে
দিয়ো সবাই ভোট।