আরো কিছু ছড়াগ্রন্থ

ভরদুপুরে

ভরদুপুরে হঠাৎ ক’রে কাকের ডাকে
ন’ড়ে ওঠে নিঝুম পাড়া,
প্রজাপতির ওড়া দেখে নাচতে থাকে
রাকামণির চোখের তারা।

আকাশ-গাঙে ঝপ ঝপা ঝপ পড়ে শুধু
সোনার নায়ের রুপোর দাঁড়,
রাকার গলায় দুলছে দ্যাখো দুপুরবেলার
রঙে-গড়া চিকন হার।

ভরদুপুরে একটি দুটি তিনটি পাখি
গান শুনিয়ে উড়ে যায়,
গানের সুরে ঝুমুর ঝুমুর ঘুঙুর বাজে
রাজামণির রাঙা পায়।

ভরদুপুরে শুয়ে-শুয়ে ভাইয়া পড়ে
ছবি-ভরা গল্প কত-
বইয়ের পাতা থেকে বেরোয় ডানাঅলা
মেয়েরা সব পরীর মতো।

ভরদুপুরে গলির মোড়ে ডেকে ওঠে
ঝাঁকড়া চুলের ফেরিঅলা;
রাকা ভাবে-লোকটা কখন রোদের ভেতর
ঢুকে পড়ে, যায় না বলা।