আরো কিছু ছড়াগ্রন্থ

ব্যঞ্জনবর্ণ নিয়ে খেলা

কশ কশ কশ কশানো,
কশালাম।
খস খস খস খসানো
খসালাম।
গছ গছ গছ গছানো,
গছালাম।
ঘট ঘট ঘট ঘটানো,
ঘটালাম।
চট চট চট চটানো,
চটালাম।
ছট ছট ছট ছোটানো
ছোটালাম।
জট জট জট জোটানো
জো্টালাম।
ঝক ঝক ঝক ঝাঁকানো,
ঝাকালাম।
টক টক টক টকানো,
টকালাম।
ঠক ঠক ঠক ঠকা্নো,
ঠকালাম।
ডক ডক ডকু ডাকানো,
ডাকালাম।
ঢক ঢক ঢক ঢোকানো,
ঢোকালাম।
তক তক তক তাকানো,
তাকালাম।
থম থম থম থামানো,
থামালাম।
দম দম দম দমানো,
দমালাম।
ধস ধস ধস ধসানো,
ধসালাম।
নম নম নম নামানো,
নামালাম।
পল পল পল পালানো,
পালালাম।
ফট ফট ফট ফাটানো
ফাটালাম।
বস বস বস বসানো,
বসালাম।
ভস ভস ভস ভাসানো,
ভাসালাম।
মত মত মত মাতানো,
মাতালাম।
যচ যচ যচ যাচানো,
যাচালাম।
লড় লড় লড় লড়ানো,
লড়ালাম।
শন শন শন শানানো
শানালাম।
ষাট ষাট ষাট ষাটানো,
ষাটালাম।
সর সর সর সরানো,
সরালাম।
হস হস হস হাসানো,
হাসালাম।