বোয়াল
কোনো বিলে হঠাৎ বোয়ালের সংখ্যা বেড়ে গেলে, ওই বিলের বোয়ালদের লেজে ছোটো ছোটো কামড়ের দাগ পাওয়া যায়। বিলের সব পুঁটি খেয়ে ফেলার পর বোয়ালদের সামনে যখন আর খাওয়ার মতো পুঁটি থাকে না, তখন বোয়ালদের লেজই হয়ে ওঠে নতুন পুঁটি। পুঁটি ভেবে বোয়ালেরা কামড়াতে থাকে একে অন্যের লেজ।