এক যে ছিল ছোট্র গলি,
সেই গলিটার গল্প বলি।
গলির ভেতর মানুষ থাকে,
মাঝে-মাঝে কোকিল ডাকে,
গলির মোড়ে সেলুন।
গলির ভেতর রোজ বিকেলে
রোদ কিছুটা ঝিমিয়ে এলে
মাথায় রঙিন ফেটি বেঁধে
যেন সে এক মজার বেদে-
বলত-‘এ নিন বেলুন’।
নানা রঙের বেলুনগুলো
গ্যাসের দমে ফুলোফুলো
দু-চারটা চাইলে পরে
বলত হেসে মিষ্টি স্বরে-
‘আগে কড়ি ফেলুন’।
দু-চার কদম হেঁটে গিয়ে
পকেট থেকে পয়সা দিয়ে
বেলুন কিনি অবশেষে;
বেলুনঅলা বলল হেসে,
‘বেলুন নিয়ে খেলুন’।
কিন্তু এ কী বেলুন হাওয়া
আবার ফিরে যায় কি চাওয়া?
বেলুনঅলা গলির মোড়ে
বলে, চক্ষু বন্ধ করে
এবার চোখটা মেলুন।
ওমা এ যে রাস্তা জোড়া
ডানাঅলা নানান ঘোড়া
ওদের পিঠে স্বপ্ন এসে
বসে রঙিন নানা বেশে
বলে, ‘বামে হেলুন’।
বেলুনঅলা এক নিমিষে
অনেক দূরের মেঘে মেশে,
স্বপ্নগুলো ক্রমাগত
খেলা করে শিশুর মতো।
স্বপ্নগুলোই বেলুন?