ভোরবেলাতেই শহর থেকে
পালিয়ে গেল আলো।
আকাশজোড়া মেঘের জামার
রংটি বেজায় কালো
বৃষ্টি পড়ে টিনের চালে,
পড়ে পাকা ছাদে।
বৃষ্টি পড়ে উঠোন জুড়ে,
আকাশ যেন কাঁদে।
পাড়ায়-পাড়ায় ঝমঝমিয়ে
বৃষ্টি শুধু নামে,
কেউ জানে না, সত্যি বলি-
বৃষ্টি কখন থামে।
আষাঢ় শ্রাবণ দুটো মাসেই
কদম ফুলের মেলা,
বৃষ্টি দেখে ছেলেমেয়ের
কাটে মধুর বেলা।
গলির মোড়ে বইছে নদী,
একটু নজর দাও।
ইচ্ছে হ’লে দিতে পার
ভাসিয়ে ছোট্র নাও।
বৃষ্টি যখন ফুলের মতো
ঝরে মাটির বুকে,
তখন সবাই মনে-মনে
দুলতে থাকে সুখে।
বর্ষা যখন রেগে মেগে
ডোবার সবার বাড়ি,
তখন আমরা কষ্টে বলি-
যাক সে তাড়াতাড়ি।