আরো কিছু ছড়াগ্রন্থ

বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে আকাশ ফেটে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
শুকনো জমি ফোঁটাগুলো খাচ্ছে চেটে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে পাড়াতলীর ধুধু চরে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে গরিব চাষির কুঁড়েঘরে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে চিকন সবুজ ডুমুর পাতায়,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে খইয়ের মতো, জুঁইয়ের মতো,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে অষ্টপ্রহর অবিরত,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে আঁধার ঢাকা ছোট্র গাঁয়ে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে ঘাটে-বাঁধা ডিঙি নায়ে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে হারান মাঝির উঠোন জুড়ে,
বৃষ্টি পড়ে,বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে কাজী বাড়ির তাল পুকুরে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে, দিচ্ছে উঁকি ছেলেবেলা,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে চলছে দুলে সাধের ভেলা,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে এই শহরে গলির মোড়ে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে আজিমপুরের নতুন গোরে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে ফ্ল্যাট বাড়ির খোলা ছাদে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
খোলার ঘরে কালো মেয়ে খোঁপা বাঁধে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে ঘুমের ভেতর গহীন গাঙে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে মধ্যরাতে স্বপ্ন ভাঙে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে ময়ূরপঙ্খী নায়ের দাঁড়ে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে মায়াপুরীর সিংহদ্বারে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে অনেক দূরের পাহাড়পুরে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে একলা কবির ছাপরা কুঁড়ে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।