হাদিস ৪৮৬
আবদুল্লাহ ইবনে ইউসুফ (র)…… বুসর ইবনে সা’ঈদ (র) থেকে বর্ণিত যে, যায়েদ ইবনে খালিদ (রা) তাঁকে আবূ জুহায়ম (রা) এর কাছে পাঠালেন, যেন তিনি তাঁকে জিজ্ঞাসা করেন যে, মুসল্লীর সামনে দিয়ে অতিক্রমকারী সম্পর্কে তিনি রাসূলুল্লাহ (সা) থেকে কি শুনেছেন। তখন আবূ জুহায়ম (রা) বললেন: রাসূলুল্লাহ (সা) বলেছেন: যদি মুসল্লীর সামনে অতিক্রমকারী জানতো এটা তার কত বড় অপরাধ, তাহলে সে মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করার চাইতে চল্লিশ দিন/মাস।বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করতো। আবুন-নাযর (র) বলেন: আমার জানা নেই তিনি কি চল্লিশ দিন বা চল্লিশ মাস বা চল্লিশ বছর বলেছেন।