হাদিস ৪৮০
মূসা ইবনে ইসমাঈল (র)…… ইবনে উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা) বায়তুল্লাহ-এ প্রবেশ করেছিলেন। আর তাঁর সঙ্গে ছিলেন উসামা ইবনে যায়েদ (রা), উসমান ইবনে তালহা (রা) এবং বিলাল (রা)। তিনি অনেক্ষণ ভিতরে ছিলেন। তারপর বের হলেন। আর আমিই প্রথম ব্যক্তি যে তাঁর পরে প্রবেশ করেছে। আমি বিলাল (রা) কে জিজ্ঞাসা করলাম: নবী (সা) কোথায় সালাত আদায় করেছেন? তিনি জবাব দিলেন: সামনের দুই স্তম্ভের মাঝে।