হাদিস ৪৭৭
সুলায়মান ইবনে হারব (র)…… আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: একদিন দুপুরে রাসূলুল্লাহ (সা) আমাদের সামনে তাশরীফ আনলেন। তিনি ‘বাতহা’ নামক স্থানে যোহর ও আসরের সালাত দু’রাকা’আত করে আদায় করলেন। তখন তাঁর সামনে একটা লোহযুক্ত ছড়ি পুঁতে রাখা হয়েছিল। তিনি যখন উযূ করছিলেন, তখন সাহাবীগণ তাঁর উযূর পানি নিজেদের শরীরে (বরকতের জন্য) মাসেহ করতে লাগলো।