হাদিস ৪৭৬
মুহাম্মদ ইবনে হাতিম ইবনে বযী (র)…… আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা) যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন, তখন আমি ও একজন বালক তাঁর পিছনে যেতাম। আর আমাদের সাথে থাকতো একটা লাঠি বা একটা ছড়ি অথবা একটা ছোট নেযা, আরো থাকতো একটা পানির পাত্র। তিনি তাঁর প্রয়োজনে সেরে নিলে আমরা তাঁকে ঐ পাত্রটি দিতাম।