হাদিস ৪৬৪
হামিদ ইবনে উমর (র)……ইবনে উমর বা ইবনে আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা) এক হাতের আঙুল অন্য এক হাতের আঙুলে প্রবেশ করান। আসিম ইবনে আলী (র) থাকে বর্ণিত, আসিম ইবনে মুহাম্মদ (র) বলেন: আমি এ হদীস আমার পিতা থেকে শুনেছিলাম, কিন্তু আমি তা স্মরণ রাখতে পারিনি। এরপর এ হাদীসটি আমাকে ঠিকভাবে বর্ণনা করেন ওয়াকিদ (র) তাঁর পিতা থেকে। তিনি বলেন: আমার পিতাকে বলতে শুনেছি যে, আব্দুলাহ ইবনে আমর (রা) বলেছেন যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন: হে আবদুল্লাহ ইবনে আমর! যখন তুমি নিকৃষ্ট লোকদের সাথে অবস্থান করবে, তখন তোমার অবস্থা কি হবে?
হুমায়দী (র) তাঁর আল আজম’উ বাইনাস সাহিহাইন গ্রন্তে ইবনে উমর (রা) থেকে বর্ণিত হদীস এরূপ বর্ণনা করেন, নবী (সা) এক হাতের আঙুল অর এক হাতের আঙুলে প্রবেশ করান এবং বলেন: হে আবদুল্লাহ! যখন তুমি নিকৃষ্ট লোকদের মধ্যে অবস্থান করবে তখন তোমার অবস্থা কি হবে? তাদের অঙ্গীকার পূরণ করা হবে না ও আমানতে খেয়ানত করা হবে এবং তাদের মতানৈক্য দেখা দিবে। আরে তার এরূপ হয়ে যাবে এবং তিনি এক হাতের আঙুল আরেক হাতে প্রবেশ করান। আবদুল্লাহ (রা) বললেন: ইয়া রাসূলুল্লাহ! তখন আমি কি করব? তিনি বললেন, যা তুমি শরী’আত সম্মত বলে জান তা গ্রহণ কর, আর যা শরী’আত বিরোধী বলে মনে করবে তা বর্জন করবে। -উমাদাতুল ক্বারী, ৪খ,পৃ-২২৬