হাদিস ৪৫৭
আহমদ ইবনে সালিহ (র)……কা’ব ইবনে মালিক (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) এর যুগে তিনি ইবনে আবূ হাদরাদের কাছে তাঁর প্রাপ্য সম্পর্কে মসজিদে নববীতে তাগাদা করেন। এতে উভয়ের আওয়াজ উঁচু হয়ে গেল। এমন কি সে আওয়াজ রাসূলুল্লাহ (সা) তাঁর ঘর থেকে শুনতে পেলেন। তখন রাসূলুল্লাহ (সা) তাঁর ঘরের পর্দা সরিয়ে তাদের দিকে বের হয়ে এলেন এবং কা’ব ইবনে মালিককে ডেকে বললেন: হে কা’ব! উত্তরে কা’ব বললেন: লাব্বায়কা ইয়া রাসূলুল্লাহ! তখন নবী (সা) হাতে ইশারা করলেন যে, তোমার প্রাপ্য থেকে অর্ধেক ছেড়ে দাও। কা’ব (রা) বললেন ইয়া রাসূলুল্লাহ! আমি তাই করলাম। তখন রাসূলুল্লাহ (সা) ইবনে আবূ হাদরাদ (রা) কে বললেন: উঠ এবার (বাকী) ঋণ পরিশোধ কর।