হাদিস ৪৫৪
আবূ নু’মান ও কুতায়বা (র)……ইবনে উমর (রা) থেকে বর্ণিত, নবী (সা) যখন মক্কায় আসেন তখন উসমান ইবনে তালহা (রা) কে ডাকলেন। তিনি দরজা খুলে দিলে নবী (সা), বিলাল, উসামা ইবনে যায়েদ ও উসমান ইবনে তালহা (রা) ভিতরে গেলেন। তারপর দরজা বন্ধ করে দেয়া হল। তিনি সেখানে কিছুক্ষণ থাকলেন। তারপর সবাই বের হলেন। ইবনে উমর (রা) বলেন: আমি তাড়াতাড়ি গিয়ে বিলাল (রা) কে (সালাতের কথা) জিজ্ঞাসা করলাম। তিনি বলেন: নবী (সা) ভিতরে সালাত আদায় করেছেন। আমি জিজ্ঞাসা করলাম: কোন স্থানে? তিনি বলেন: দুই স্তম্ভের মাঝামাঝি। ইবনে উমর (রা) বলেন: কয় রাকা’আত আদায় করেছেন তা জিজ্ঞাসা করতে আমি ভুলে গিয়েছিলাম।