হাদিস ৪৫৩
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ জু’ফী (র) ……ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) অন্তিম রোগের সময় এক টুকরা কাপড় মাথায় পেঁচিয়ে বাইরে এসে মিম্বরে বসলেন। আল্লাহর প্রশংসা ও সান সিফাত বর্ণনার পর বলেন: জান-মাল দিয়ে আবূ বকর ইবনে আবূ কুহাফার চাইতে অধিক কেউ আমার প্রতি ইহসান করেনি। আমি আমি কাউকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবূ বকরকে গ্রহণ করতাম। তবে ইসলামের বন্ধুত্বই উত্তম।আবূ বকরের দরজা ব্যতীত এই মসজিদের সকল দরজা বন্ধ করে দাও।