হাদিস ৪৫০
আবদুল্লাহ ইবনে ইউসুফ (র)…… উম্মে সালমা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সা) এর কাছে(বিদায় হজ্জে) আমার অসুস্থতার কথা জানালাম। তিনি বললেন: সওয়ার হয়ে লোকদের হতে বাইরে থেকে তওয়াফ করে নাও। তখন আমি (সেভাবে) তাওয়াফ করলাম। আর আমি রাসূলুল্লাহ (সা) বায়তুল্লাহর পাশে সালাত আদায় করছিলেন, তিনি “সূরা ওয়াত-তুরি ওয়া কিতাবিম-মাসতূর” তিলাওয়াত করছিলেন।