বুখারি হাদিস ৪৩৪

হাদিস ৪৩৪
মুসাদ্দাদ (র) ……ইকরিমা (র) বর্ণিত, তিনি বলেন: ইবনে আব্বাস (রা) আমাকে ও তার ছেলে আলী (রা) কে বললেনঃ তোমরা উভয়ই আবূ সা’ঈদ (রা) কাছে যাও এবং তাঁর থেকে হদীস শুনে আস। আমরা গেলাম। তখন তিনি এক বাগানে কাজ করছেন। তিনি আমাদেরকে দেখে চাদরে হাঁটু মুড়ি দিয়ে বসলেন এবং পরে হাদিস বর্ণনা শুরু করলেন। শেষ পর্যায়ে তিনি মসজিদে নববী নির্মাণ আলোচনায় আসলেন। তিনি বললেন: আমরা একটা একটা করে কাঁচা ইট বহন করছিলাম আর আম্মার (রা) দুটো দুটো করে কাঁচা ইট বহন করছিলেন। নবী (সা) তা দেখে তাঁর দেহ থেকে মাটি ঝাড়তে লাগলেন এবং বলতে লাগলেনঃ আম্মারের জন্য আফসোস, তাকে বিদ্রোহী দল হত্যা করবে। সে তাদেরকে আহবান করবে জান্নাতের দিকে আর তারা আহবান করবে জাহান্নামের দিকে। আবূ সা’ঈদ (রা) বলেন: তখন আম্মার (রা) বললেন: আমি ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাই।