হাদিস ৪৩০
খাল্লাদ ইবনে ইয়াহইয়া (র) ……জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী (সা) এর কাছে আসলাম। তিনি তখন মসজিদে ছিলেন। তখন মিস’আর (র) বলেন: আমার মনে পড়ে রাবী মুহারিব (র) চাশতের সময়ের কথা বলেছেন। তখন নবী (সা) বললেন: তুমি দু’রাকাত সালাত আদায় কর। জাবির বলেন: নবী (সা) এর কাছে আমার কিছু পাওনা ছিল। তিনি তা তিয়ে দিলেন এবং কিছু বেশীও দিলেন।