হাদিস ৪১৭
সুলায়মান ইবনে হারব (র) ……আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা) ছাগল থাকার স্থানে সালাত আদায় করছেন। রাবী বলেন, তারপর আমি আনাস (রা)-কে বলতে শুনেছি যে, মসজিদ নির্মাণের আগে তিনি (নবী (সা)) ছাগল থাকার স্থানে সালাত আদায় করেছেন।
হাদিস ৪১৭
সুলায়মান ইবনে হারব (র) ……আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা) ছাগল থাকার স্থানে সালাত আদায় করছেন। রাবী বলেন, তারপর আমি আনাস (রা)-কে বলতে শুনেছি যে, মসজিদ নির্মাণের আগে তিনি (নবী (সা)) ছাগল থাকার স্থানে সালাত আদায় করেছেন।