বুখারি হাদিস ৪০৩

হাদিস ৪০৩
আলী (র) ………আবূ সা’ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে, নবী (সা) একবার মসজিদের কিবলার দিকের দেয়ালে কফ দেখলেন, তখন তিনি কাঁকর দিয়ে তা মুছে দিলেন। তারপর সামনের দিকে অথবা ডান দিকে থুথু ফেলতে নিষেধ করলেন। কিন্তু (প্রয়োজনে)বাঁ দিকে অথবা পায়ের নীচে ফেলতে বললেন। যুহরী (র) হুমাইদ (র) এর মাধ্যমে আবূ সা’ঈদ খুদরী (রা) থেকে অনুরূপ বর্ণিত আছে।