হাদিস ৪০০
ইয়াহইয়া ইবন বুকায়র (র)……আবূ হুরায়রা (রা) ও আবূ সা’ঈদ (খুদরী) (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সঃ) মসজিদের দেয়ালে কফ দেখলেন। রাসূলুল্লাহ (সঃ) কিছু কাঁকর নিলেন এবং তা মুছে ফেললেন। তারপর তিনি বললেনঃ তোমাদের কেউ কফ ফেললে তা যেন সামনে অথবা ডানে না ফেলে বরং (প্রয়োজনে) সে বাঁ দিকে অথবা বাঁ পায়ের নিচে ফেলবে।