হাদিস ৩৯৫
মুসাদ্দাদ (র)……’আবদুল্লাহ ইবন মাস’উদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার নবী (সঃ) যুহরেরে সালাত পাঁচ রাক’আত আদায় করেন। তখন মুসল্লীগন জিজ্ঞাসা করলেনঃ সালাতে কি কিছু বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেনঃ তা কি? তাঁরা বললেনঃ আপনি যে পাঁচ রাক’আত সালাত আদায় করেছেন। রাবী বলেন, তিনি নিজের পা ঘুরিয়ে (কিবলামুখী হয়ে)দুই সিজদা (সিজদা সাহু) করে নিলেন।