বুখারি হাদিস ৩৯৩

হাদিস ৩৯৩
‘আমার ইবন ‘আওন (র)……আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘উমর (রা) বলেছেনঃ তিনটি বিষয়ে আমার অভিমত আল্লাহর অহির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।
আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ (সঃ)! আমরা যদি মাকামে ইবরাহীম কে সালাতের স্থান বানাতে পারতাম! তখন এ আয়াত নাযিল হয়ঃ “তোমরা মাকামে ইবরাহীমকে নামাজের স্থান বানাও” (২:১২৫)
(দ্বিতীয়) পর্দার আয়াত, আমি বললামঃ ইয়া রাসূলুল্লাহ (সঃ)! আপনি যদি আপনার সহদধর্মিনীগনকে পর্দার আদেশ করতেন! কেননা, সৎ ও অসৎ সবাই তাদের সাথে কথা বলে। তখন পর্দার আয়াত নাযিল হয়।
আর একবার নবী (সঃ) এর সহধর্মিণীগণ অভিমান সহকারে তাঁর নিকট উপস্থিত হন। তখন আমি তাদেরকে বললামঃ রাসূলুল্লাহ (সঃ) যদি তোমাদের তালাক দেয়, তাহলে তাঁর রব তাঁকে তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী দান করবেন। (৬৬:৫) তখন এ আয়াত নাযিল হয়।
অপর সনদে ইবন আবূ মারয়াম (র)……আনাস (রা) থেকে অনুরুপ বর্ণিত আছে।