হাদিস ৩৮৮
মুসাদ্দাদ (র)……মুজাহিদ (র) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি ‘উমর (রা)-এর নিকট এলেন, এবং বললেনঃ ইনি হলেন রাসূলুল্লাহ (সঃ), তিনি কাবা ঘরে প্রবেশ করেছেন। ইবন ‘উমর বলেন; আমি সেদিকে এগিয়ে গেলাম এবং দেখলাম যে, নবী (সঃ) কা’বা থেকে বেরিয়ে পরেছেন। আমি বিলাল (রা)কে উভয় কপাটের মাঝখানে দাঁড়ানো দেখে জিজ্ঞাসা করলাম, নবী (সঃ) কি কা’বা ঘরের অভ্যন্তরে সালাত আদায় করেছেন? তিনি জবাব দিলেন, হাঁ, কা’বায় প্রবেশ করার সময় তোমার বা দিকের দুই স্তম্ভের মধ্যখানে দুই রাক’আত সালাত আদায় করেছেন। তাঁর পর তিনি বের হলেন এবং কা’বার সামনে দুই রাক’আত সালাত আদায় করেলেন।