বুখারি হাদিস ৩৮৬

হাদিস ৩৮৬
‘আলী ইবন ‘আবদুল্লাহ (র)……আবূ আয়্যূব আনসারী (রা০ থেকে বর্ণিত যে, নবী (সঃ) বলেছেনঃ যখন তোমরা পায়খানা করতে যাও, তখন কিবলার দিকে মুখ করবে না কিংবা পিঠ ও দিবে না, বরং তোমরা পূর্বদিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে। আবূ আয়্যূব আনসারী (রা) বলেনঃ আমরা যখন সিরিয়ায় এলাম তখন পায়খানাগুলো কিবলামুখী বানানো পেলাম। আমরা কিছুটা ঘুরে বসতাম এবং আল্লাহ তা’লার কাছে ক্ষমা প্রার্থনা করতাম। যুহরী (র) ‘আতা (র) সুত্রে বর্ণনা করেছেন যে, আমি আবূ আয়্যূব (রা)-কে নবী (সঃ) এর নিকট থেকে অনুরুপ বর্ণনা করতে শুনেছি।