হাদিস ৩৮৫
নু’আইম (র)……আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ আমাকে লোকের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না তারা ‘’লা ইলাহা ইল্লাল্লাহু’’ স্বীকার করবে। যখন তারা তা স্বীকার করে নেয়, আমাদের মত সালাত আদায় করে, , আমাদের কিবলামুখী আর আমাদের যবেহ করা প্রানী খায়, তখন তাদের জান-মালসমূহ আমাদের জন্য হারাম হয়ে যায়। অবশ্য রক্তের বা সম্পদের দাবীর কথা ভিন্ন। আর তাদের হিসাব আল্লাহর কাছে। ‘আলী ইবন ‘আবদুল্লাহ (র) হুমায়দ (র) সুত্রে বর্ণিত, তিনি বলেনঃ মায়মূন ইবন সিয়াহ আনাস ইবন মালিক (রা)-কে জিজ্ঞাসা করলেনঃ হে আবূ হামযাহ, কিসে কিসে মানুষের জান-মাল হারাম হয়? তিনি জবাব দিলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু-র সাক্ষ্য দেয়, আমাদের কেবলামূখী হয়, , আমাদের সালাত আদায় করে, আমাদের যবেহ করা প্রানী খায়, সে-ই মুসলিম। অন্য মুসলমানদের মতই তার অধিকার রয়েছে। আর অন্য মুসলমানদের মতই তার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। ইবন আবূ মাররাম, ইয়াহইয়া ইবন আয়ূব (র)……আনাস ইবন মালিক (রা) সুত্রে নবী (সঃ) থেকে (অনুরুপ) বর্ণনা করেন।